পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার জন্য ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী।
গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে এ তথ্য জানানো হয়। এর পরপরই ইমরান খানের নিরাপত্তা জোরদার করা হয়। যদিও এ বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সম্প্রতি ইমরান খানের দল পিটিআইর পক্ষ থেকেও অভিযোগ করা হয়, দেশকে বিক্রি করে দিতে রাজি না হওয়ায় তাকে হত্যার ষড়যন্ত্র চলছে।
/এডব্লিউ

