Site icon Jamuna Television

জামাল খাশোগি হত্যা মামলা সৌদি হস্তান্তরের আবেদন

তুরস্কে চলমান সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলার শুনানি স্থগিত করতে আদালতে আবেদন জানিয়েছেন মামলার প্রসিকিউটর। একই সাথে মামলাটি তুরস্ক থেকে সৌদি আরবে হস্তান্তরের অনুমতিও চাওয়া হয়।

তবে এই আবেদনের বিষয়ে কোনো রায় দেয়নি আদালত। ৭ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে শুনানি। ২০১৮ সালে ২ অক্টোবর তুরস্কে সৌদি কনস্যুলেটে ঢুকে হত্যার শিকার হন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি। সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক ছিলেন তিনি।

এই মামলায় এখন পর্যন্ত ২৬ সৌদি নাগরিকের বিরুদ্ধে মামলা চলছে। মানবাধিকার সংগঠন গুলোর শঙ্কা, ধামাচাপা দিতেই মামলাটি তুরস্ক থেকে সৌদি আরবের আদালতে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। তুরস্কের এই মামলার বিচারিক কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন জামাল খাশোগির বাগদত্তা।

/এডব্লিউ

Exit mobile version