Site icon Jamuna Television

টাঙ্গাইলে বাস-রেল লাইনের মাঝ থেকে রিকশা চালকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতীতে বাস ও রেল লাইনের মাঝখান থেকে কামাল (৪৫) নামের এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামাল নারায়ণগঞ্জের গোপালদি পৌরসভার ঝালাকান্ধি এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে।

নিহতের স্ত্রী আছিয়া জানান, কামাল পেশায় রিকশা চালক। গতকাল দুপুরে নিহতের দুই বন্ধু যমুনা নদীতে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে রাতে তারা ফোন দিয়ে জানান কামাল ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে। পরে ভোরে আমি খুঁজতে বের হয়েছি। দুপুরের দিকে ধলাটেঙ্গর এলাকায় বাস ও রেল লাইনের মাঝে ঘাসের মধ্যে তার মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেই।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহ ফেলে যাওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। মামলা প্রক্রিয়াধীন।

ইউএইচ/

Exit mobile version