Site icon Jamuna Television

রাশিয়ায় কারা হামলা করেছে সে সম্পর্কে তথ্য নেই: ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত।

রাশিয়ার বেলগোরোদ শহরে ইউক্রেনের বাহিনী হামলা করেছে কিনা সেই সম্পর্কে কোনো তথ্যের নিশ্চয়তা দেননি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। অবশ্য এই তথ্য বাতিলও করেননি তিনি। শুক্রবার (১ এপ্রিল) আর জাজিরার লাইভ প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়।

পোল্যান্ডে একটি সংবাদ সম্মেলনে কুলেবা বলেন, ইউক্রেন এই সপ্তাহের শুরুতে তুরস্কের শান্তি আলোচনায় উত্থাপিত কিয়েভের প্রস্তাবে রাশিয়ার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে। তবে বিদেশি শক্তিরা এই আলোচনায় মস্কোর সাথে আপোস করার জন্য চাপ দিচ্ছে না।

প্রসঙ্গত, আজকেই রাশিয়ার বেলগোরোদ শহরের একটি তেলের গুদামে ইউক্রেন বাহিনী হামলা চালায় বলে অভিযোগ করেন দেশটির আঞ্চলিক গভর্নর। তিনি বলেন, ইউক্রেনের উত্তর সীমান্তবর্তী শহরে দুটি হেলিকপ্টার থেকে তেলের গুদামে কয়েক দফা হামলা চালানো হয়। এর পরপরই আগুন ধরে যায় ৮টি জ্বালানি ট্যাংকে। আরও কয়েকটি ট্যাংকে আগুন ছড়িয়ে পাড়ার শঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় কমপক্ষে ২ জন আহত হয়েছে। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বাকিদের। তবে হামলাকে ভালোভাবে দেখছে না ক্রেমলিন। তাদের অভিযোগ, এ ধরনের হামলায় ভবিষ্যতের শান্তি আলোচনা নিশ্চিতভাবেই বাধাগ্রস্ত হবে।

জেডআই/

Exit mobile version