Site icon Jamuna Television

শাদমানের বিদায়ের পর লড়ছেন জয়-শান্ত

আস্থার সাথে ব্যাট করছেন মাহমুদুল হাসান জয়। ছবি: সংগৃহীত

শাদমান ইসলামের বিদায়ের পর মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে লড়ছে বাংলাদেশ। চা বিরতির আগের বলে দক্ষিণ আফ্রিকান অফস্পিনার সিমন হার্মারের বলে বোল্ড হয়ে শাদমান প্যাভিলিয়নে ফেরার পর জয় ও শান্তর অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৪১ রান। শেষ খবর পর্যন্ত, বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৬৬ রান।

ডারবানের কিংসমিডে টেল এন্ডারদের দৃঢ়তায় প্রথম ইনিংসে ৩৬৭ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। জবাবে, রাবাদা, নরকিয়া, এনগিডি বিহীন প্রোটিয়া বোলিং লাইন আপের বিরুদ্ধে খুব একটা ঝামেলায় পড়েনি টাইগার টপ অর্ডার। ব্যক্তিগত ৯ রান করে হার্মারের নিচু হয়ে আসা বলে বোল্ড হন শাদমান। এখন, জয় ৩০ ও শান্ত ব্যাট করছেন ২৭ রান নিয়ে।

ডারবানে ৪ উইকেটে ২৩৩ রান নিয়ে নতুন দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ৫৩ রান নিয়ে খেলা শুরু করে বাভুমা করেন ৯৩ রান। অপর প্রান্তে থাকা কাইল ভেরাইন্না শুরু করেন দেখে শুনে। ৮০ ওভার শেষে নতুন বলে হাতে নেয়ার পর সাফল্য তুলে নেন খালেদ আহমেদ। ভেরাইন্না ২৮ রান করে এলবিডব্লিউ হন। এরপর, উইয়ান মুলডারকে নিজের তৃতীয় শিকার বানান খালেদ। ৯৩ রান করে মেহেদি মিরাজের শিকার হন বাভুমা। ক্যারিয়ার সেরা বোলিং করে ৪ উইকেট নেন খালেদ। আর, মেহেদী মিরাজ ৩টি ও এবাদত নেন ২ উইকেট।

আরও পড়ুন: লেজ মুড়িয়ে দিতে না পারার ব্যর্থতায় পিছিয়ে গেল টাইগাররা

এম ই/

Exit mobile version