Site icon Jamuna Television

জমি নিলে প্রাণও নিতে হবে: গুজরাটে কৃষকদের প্রতিবাদ

ভারতে কৃষকদের দুর্দশা নিয়ে সরকারের তেমন একটা গরজ নেই- এমনটাই দাবি কৃষকদের। যে কোনো বড় প্রকল্পের জন্য কৃষি জমি অধিগ্রহণ করা হয় কৃষকদের ভালোমন্দ বিবেচনা না করেই। সম্প্রতি গুজরাটে এমনই এক সরকারি উদ্যোগের বিরুদ্ধে একাট্টা হয়েছেন ৫ হাজারের বেশি চাষী।

কোনোভাবেই তারা কৃষি জমি অধিগ্রহণ হতে দেবেন না। প্রয়োজনে প্রাণ দিতেও রাজি বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন।

হিন্দুস্তান টাইমস বলছে, গুজরাটের ভবনগর জেলার কৃষক সমাজ প্রধানমন্ত্রী মোদির কাছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন নতুন জমি তো অধিগ্রহণ করা যাবেই না। বরং ২০ বছর আগে একটি বিদ্যুৎ প্রকল্পের জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছিল তা বেকার ফেলে রাখায় ফেরত দিতে হবে।

কিন্তু তাদের কথায় সরকার কান না দিয়ে উল্টো জমি থেকে জোর করে সরিয়ে দেয়ায় সম্প্রতি কৃষকরা নিজেদের জমিতে গর্ত খুড়ে তাতে ঢুকে অভিনব প্রতিবাদ জানান। নরেন্দ্র সিং গহিল নামে এক কৃষক বলেন, ‘এত দিন ধরে তারা আমাদের জমি ফেলে রেখেছে, কিছুই করে। এখন হয়তো আমাদের কাছ থেকে নতুন আইন অনুযায়ী কিনে নিতে হবে, অন্যথায় জমি ফিরিয়ে দিতে হবে যাতে আমরা কিছু চাষ করতে পারি।’

তিনি বলেন, ‘জমি ছাড়া আমরা মৃত। তারা চাইলে আমাদের মেরে ফেলতে পারে। জমি নিলে আমাদের প্রাণও নিতে হবে।’

Exit mobile version