Site icon Jamuna Television

‘সংবিধান পরিবর্তনের মাধ্যমে বিএনপি-আ.লীগ দেশের গণতন্ত্র ধ্বংস করেছে’

ফাইল ছবি।

৯১ সালের পর বার বার সংবিধান পরিবর্তনের মাধ্যমে বিএনপি ও আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শুক্রবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর মিরপুরে গোলারটেক মাঠে দারুসসালাম থানা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

সম্মেলনে আলমাস উদ্দিনকে সভাপতি এবং মাসুম পারভেজকে দারুসসালাম থানা সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশও দেয়া হয় সম্মেলনে।

এর আগে জাতীয় পার্টি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, জাতীয় পার্টি অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আগামী নির্বাচনে বিরোধী জোটের নেতৃত্ব দেবে পল্লী বন্ধুর জাতীয় পার্টি। দেশে সাংবিধানিকভাবেই সংসদীয় গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে বলে অভিযোগ জিএম কাদেরের।
আরও পড়ুন: ‘সরকার পরিকল্পিতভাবে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে’
ইউএইচ/

Exit mobile version