Site icon Jamuna Television

করোনা পজেটিভ হওয়ায় ধারাভাষ্যকক্ষে নেই আতহার

ছবি: সংগৃহীত

করোনা পজিটিভ হওয়াতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টের ধারাভাষ্যকক্ষে নেই আতহার আলী খান।

জানা গেছে, কোভিড পজেটিভ হলেও শারিরীকভাবে সুস্থ আছেন আতহার আলী খান। ওয়ানডে সিরিজের ধারাভাষ্য শেষে টেস্ট সিরিজ শুরু হওয়ার বিরতিতে আতহার ঘুরতে গিয়েছিলেন কেপটাউনে। সেখান থেকে ডারবানে ফেরার পথে করোনা টেস্ট করান এই ধারাভাষ্যকার। সেখানে করোনা পজেটিভ আসার পর তাকে ফিরে যেতে হয় কেপটাউনের হোটেলে।

আগামীকাল (২ এপ্রিল) ও পরশু আবারও করোনা পরীক্ষা করাবেন আতহার আলী। সেখানে তার ফল নেগেটিভ এলে তিনি যোগ দেবেন ডারবান টেস্টের ধারাভাষ্য কক্ষে।

আরও পড়ুন: হার্মারের স্পিনের জবাব খুঁজে পাচ্ছেন না মমিনুল-মুশফিকরা

এম ই/

Exit mobile version