Site icon Jamuna Television

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় কাঠ মিস্ত্রি নিহত

ছবি: প্রতীকী

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় তামিম হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মাদ্রাসাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম হোসেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারকুল গ্রামের কুরবান আলীর ছেলে। তিনি স্থানীয় একটি ফার্নিচারের দোকানে কাঠ মিস্ত্রী হিসাবে কাজ করতেন। মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তামিম হোসেনসহ তারা তিন বন্ধু মিলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলযোগে ফকিরহাট থেকে টুঙ্গিপাড়ার বাড়ির দিকে ফিরছিলেন। এমন সময় বিপরীত দিক ঢাকা থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রাকের পিছনে মোটরসাইকেল আরোহী তামিম হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তামিমের মৃত্যু হয়।

মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী সামান্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহত তামিমের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে এনেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

ইউএইচ/

Exit mobile version