Site icon Jamuna Television

বাগেরহাটে ধর্ষণ মামলায় আইনজীবী গ্রেফতার

আইনজীবী ফকির ইফতেখারুল ইসলাম রানা।

বাগেরহাট প্রতি‌নি‌ধি:

বাগেরহাটে ধর্ষণ মামলায় এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আইনজীবী ফকির ইফতেখারুল ইসলাম রানা সরকারি কৌসুলি (এপিপি)।

শুক্রবার (১ এপ্রিল) বেলা সাড়ে বারোটায় ভুক্তভোগীর লিখিত এজাহারের ভিত্তিতে বাগেরহাট মডেল থানা পুলিশ সন্ধ্যায় তাকে শহরের খারদ্বার এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

বাদীর লিখিত সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পারিবারিক কলহের একটি মামলায় ভুক্তভোগী অভিযুক্তকে আইনজীবী হিসেবে নিয়োগ করে। সেই সুযোগে অভিযুক্ত আইনজীবী নিজ বাড়ির চেম্বারে ডেকে নিয়ে ২৯ জানুয়ারি বিকালে বাসায় অন্য কেউ না থাকার সুযোগে ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে ও মোবাইলফোনে ভিডিও ধারণ করে।

শুক্রবার (১ এপ্রিল) ভুক্তভোগী নিজে বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এজাহারের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: বাগেরহাটে ধর্ষণ মামলায় আইনজীবী গ্রেফতার
ইউএইচ/

Exit mobile version