Site icon Jamuna Television

সার্বিয়াকে দিয়ে বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল, আর্জেন্টিনার শুরু সৌদি আরবকে দিয়ে

ছবি: সংগৃহীত।

প্রতি ফুটবল বিশ্বকাপেই পাঁচবারের শিরোপাজয়ী ব্রাজিল ও দুইবারের শিরোপাজয়ী আর্জেন্টিনার দিকে আলাদা নজর থাকে দর্শকদের। এই দুই দলের প্রতিপক্ষদের নিয়েও সমর্থকদের মধ্যে চলে চুলচেড়া বিশ্লেষণ। এরইমধ্যে এ বছরের কাতার বিশ্বকাপের লাইনআপ নির্ধারিত হয়ে গেছে।

এই লাইনআপে নেইমার-আলিসনদের গ্রুপ ‘জি’তে পড়েছে সার্বিয়া, সুইজারল্যান্ড ও আফ্রিকার দেশ ক্যামেরুন। আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। ২৮ নভেম্বর দলটি লড়বে সুইজার‍ল্যান্ডের বিপক্ষে। আর নিজেদের শেষ ম্যাচ ও গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী ২ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে লড়বে পেলের দেশ।

এদিকে লিওনেল মেসিদের গ্রুপ ‘সি’তে পড়েছে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে দুইবারের শিরোপাধারীদের ম্যাচ আগামী ২৬ নভেম্বর। আর শেষ ম্যাচে আগামী ৩০ নভেম্বর রবার্তো লেভানদভস্কির দেশের বিরুদ্ধে খেলবে আলবিসেলেস্তেরা।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপের ৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ দল এরইমধ্যে নিশ্চিত হয়ে গেছে। ড্রয়ে যে তিনটি স্লট খালি আছে, সেগুলো নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে। আগেই ঠিক করা ছিল স্বাগতিক কাতার হবে ‘এ’ গ্রুপের এক নম্বর দল। এরপর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে কোন গ্রুপে পড়বে কোন দেশ।

জেডআই/

Exit mobile version