Site icon Jamuna Television

চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

আজ সন্ধ্যায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ বৈঠক।

আজ চাঁদ দেখা গেলে আগামীকাল রোববার (৩ এপ্রিল) থেকে বাংলাদেশে শুরু হবে রোজা। চাঁদ দেখা কমিটির সভাপতিত্ব করবেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বৈঠকে আরও উপস্থিত থাকবেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা রুহুল আমীন, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ড. মুশফিকুর রহমানসহ কমিটির সদস্যরা।

দেশের কোথাও রমজানের চাঁদ দেখা গেলে স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

/এডব্লিউ

Exit mobile version