Site icon Jamuna Television

আর্জেন্টিনা তুলনামূলক কঠিন গ্রুপে পড়ায় অসন্তষ্ট স্কালোনি

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

কাতার বিশ্বকাপের ড্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার মতে তুলনামূলক কঠিন গ্রুপে পড়েছে তার দল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হয়ে যাওয়া কাতার বিশ্বকাপের ড্র নিয়ে কথা বলেন স্কালোনি। যেখানে অভিযোগ না করতে পারলেও ড্র নিয়ে তার অসন্তোষের কথা জানান তিনি।

বিশ্বকাপে নিজেদের গ্রুপে মেক্সিকোকে সব থেকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছে আলবিসেলেস্তেদের কোচ। এদিকে পোল্যান্ডে ফর্মে থাকা লেফান্ডভস্কি ও ভালো করা বাকি অন্যান্য খেলোয়াড়দের নিয়ে আলাদা করে ভাবছেন তিনি। এমনকি বাছাইপর্বে দুর্দান্ত খেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা সৌদি আরবও যে সহজ প্রতিপক্ষ হবে না তাও মনে করেন লিওনেল স্কালোনি।

/এসএইচ

Exit mobile version