Site icon Jamuna Television

ডিসেম্বরেই আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

আগামী ডিসেম্বরেই আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল। শনিবার (২ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ এবং নবায়ন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান তিনি। এসময় তিনি জাতীয় সম্মেলনের আগেই মেয়াদোত্তীর্ণ সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের তারিখ ঘোষণার নির্দেশ দেন।

এসময় তিনি ডায়রিয়া পরিস্থিতির চলমান অবনতি নিয়ে বলেন, শুধু ডায়রিয়ায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে ডায়রিয়ার সাথে বমি হলে দ্রুত হাসপাতালে যেতে হবে। এছাড়া, বাইরের খাবার পরিহার করা ও ফুটানো পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। মার্চ-এপ্রিলে ডায়রিয়ার রোগী স্বাভাবিকভাবে বাড়ে। তবে করোনার কারণে গত দুই বছর রোগীর চাপ অনেক কম ছিল। এখন করোনা কমে যাওয়া ডায়রিয়ার রোগী বাড়ছে। ভয় পাওয়ার কিছু নেই। আর এ পরিস্থিতি অস্বাভাবিক না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বরাবরের মতো বিএনপির রাজনীতি নিয়ে কথা বলেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি কী চায় তা তারা নিজেরাই জানে না। তাদেরকে এদিক-ওদিক না ঘুরে নির্বাচনে অংশ নেবার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, গত বারো বছরে কোনো লাভ হয়নি। আগামী এক বছরেও কোনো লাভ হওয়ার সম্ভবনা নেই। নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ীই হবে, কারও জন্য অপেক্ষা করবে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

/এডব্লিউ

Exit mobile version