Site icon Jamuna Television

গাজীপুরের শ্রীপুরে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম, অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে

অনিয়মের অভিযোগে মানবন্ধন ভুক্তভোগীদের।

গাজীপুরের শ্রীপুরে এক ইউনিয়নে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, টাকা ছাড়া মিলছে না কার্ড। স্বচ্ছলরাও আছেন সুবিধাভোগীর তালিকায়। জনপ্রতিনিধিদের বিরুদ্ধে উঠেছে দুর্নীতির এই অভিযোগ।

বয়স ৬০ পেরিয়েছে, ভালভাবে হাঁটতে পারেন না নিজমাওনা গ্রামের আব্দুস সালাম। টিসিবির ফ্যামেলি কার্ডের জন্য ঘুরেছেন জনপ্রতিনিধিদের দ্বারে-দ্বারে। অভিযোগ-টাকা না দেয়ায় তা মেলেনি। শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া, মেকারপাড়া, মহিষপাড়াসহ আরও বেশকিছু এলাকায় দেখা গেছে একই চিত্র। স্থানীয়দের দাবি, ঘুষ ছাড়া মিলছে না কার্ড। তালিকা তৈরি নিয়েও ক্ষোভ তাদের। দাবি, এই তালিকায় আছে স্বচ্ছলরাও।

তবে টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য কামরুন্নাহার। দাবি-একটি পক্ষের প্রতিহিংসার শিকার তিনি। বলেন, একটি টাকাও নেননি তিনি, এই টাকার বিষয়ে কিছু জানেন না। বিরোধী পক্ষের কেউ কোনো না কোনোভাবে এমন গুজব ছড়িয়ে বলে দাবি এই ইউপি সদস্যের।

এই ঘটনায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক জানালেন, তদন্ত করে ফলাফল আমাকে এখনও কেউ জানায়নি। এর সত্যতা পেলে নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে পদক্ষেপ নেয়ার। এদিকে, ফ্যামেলি কার্ডে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

এসজেড/

Exit mobile version