Site icon Jamuna Television

চট্টগ্রামে দেয়াল ধসে শিশুসহ আহত ৫

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের আগ্রাবাদে দেয়াল ধসে শিশুসহ ৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। আহতরা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে।

শনিবার (২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নগরীর আগ্রাবাদ চৌহমুনী এলকার নুর আহমদ শাহের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের মাটি তুলে পুরোনো দেয়ালের পাশে স্তুপ করে রাখা হচ্ছিলে। স্তুপকৃত মাটির ভারে পুরোনো দেয়ালটি পাশের চলাচলের রাস্তায় ধসে পড়লে শিশুসহ ৫ জন আহত হয়।

পরে স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার হাসপাতালে ভর্তি করে। পরে ফায়ার সার্ভিস বাকিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ভুক্তভোগীরা।

এসজেড/

Exit mobile version