Site icon Jamuna Television

নর্থ সাউথের ছাত্রী নিহত: দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভরত শিক্ষার্থীরা।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মিম নিহতের ঘটনায় বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। শনিবার (২ এপ্রিল) দুপুরে বসুন্ধরা গেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ তারা দাবি জানান, দ্রুতই আসামিদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

শুক্রবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর কুড়িল ফ্লাইওভারে কার্ভার্ডভ্যানের ধাক্কায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মিম নিহত হন। ঘাতক কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে আটক দু’জনকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। সিসিটিভি’র ফুটেজে দেখা যায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পড়ে যায় মাইশার স্কুটি।

খিলক্ষেত ফ্লাইওভার থেকে ৩০০ ফিট সড়কে নামছিলেন মাইশা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, পেছন থেকে একটি কাভার্ডভ্যান তার স্কুটিকে ধাক্কা দিচ্ছে। ভারসাম্য হারিয়ে কাভার্ডভ্যানের সামনেই পড়ে যান তিনি। ভ্যানটি তার শরীরের ওপর দিয়েই চালিয়ে দেন চালক। পাশ দিয়ে ছুটে যাচ্ছিল কয়েকটি গাড়ি, কিন্তু কেউই এগিয়ে আসেননি।

কাভার্ডভ্যানটি মাইশাকে ধাক্কা দিয়ে চট্টগ্রামে পালিয়ে যায়। পুলিশ নম্বর প্লেট দেখে গাড়িটি শনাক্ত করে। রাতেই চট্টগ্রাম থেকে চালক সাইফুল ইসলাম ও সহকারী মশিউর রহমানকে আটক করা হয়।

আরও পড়ুন: নর্থ সাউথের ছাত্রী নিহতের ঘটনায় চট্টগ্রাম থেকে চালক আটক

এম ই/

Exit mobile version