Site icon Jamuna Television

বলাৎকার থেকে বাচঁতে গলায় ছুরি চালিয়ে কিশোরের আত্মরক্ষা!

বলাৎকার করতে এসে ভূক্তভোগীর ছুরিকাঘাতে আহত আব্দুর রাজ্জাক (৪০)


মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সদরে আব্দুর রাজ্জাক (৪০) নামের ব্যাক্তিকে গলায় ছুরিকাঘাতের অভিযোগে মারুফ দেওয়ান (১১) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুত্বর আহত রাজ্জাক বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে, আটককৃত কিশোর মারুফ পুলিশকে জানিয়েছে, মামা বাড়ি পৌছে দেয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে ছুরি দেখিয়ে বলাৎকারের চেষ্টা করে রাজ্জাক, আত্মরক্ষার্থে কৌশলে সেই ছুরি দিয়েই রাজ্জাককে আঘাত করে সে।

শুক্রবার (১এপ্রিল) রাত ১১টার দিকে সদরের দেওভোগ এলাকার নির্জন কালাই মিয়ার ভিটায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে পঞ্চসারের মালিগাঁও গ্রাম থেকে ওই কিশোরকে গ্রেফতার করে পুলিশ।

মুন্সিগঞ্জ সদর থানার এসআই ফরিদুজ্জামান  জানান, স্থানীয়রা আহত রাজ্জাককে হাসপাতালে নিয়ে আসলে খবর পাই আমরা। খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থল হয়ে মালিগাঁও এলাকা থেকে মারুফকে আটক করা হয়। আটককৃত কিশোর দাবি করেছে যে, রাতে তাকে স্থানীয় পশ্চিম দেওভোগ গ্রামে মামা বাড়ির পৌছে দেয়ার কথা বলে কালাই মিয়ার ভিটা নামক নির্জন স্থানে নিয়ে যায় রাজ্জাক। সেখানে ছুরি দেখিয়ে তাকে বলাৎকারের চেষ্টা করা হয়। এসময় আত্মরক্ষার্থে কৌশলে সেই ছুরি দিয়ে রাজ্জাকের গলায় আঘাত করে মারুফ। এতে রাজ্জাক গুরুতর আহত হলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। 

তিনি আরও বলেন, রাজ্জাক কথা বলতে না পারায় তার পুরো বক্তব্য জানা যায়নি। তাই ঘটনার সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। রাতেই তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। আটক মারুফ পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version