Site icon Jamuna Television

লিটনকে সাথে নিয়ে সেঞ্চুরির পথে জয়

ছবি: সংগৃহীত

ডারবানের কিংমিডে প্রথম টেস্টের তৃতীয় দিনে ভালোই লড়ে যাচ্ছে বাংলাদেশ, যেখানে আগের দিনের মতোই ব্যাট হাতে অবিচল ওপেনার মাহমুদুল হাসান জয়। নাইট ওয়াচম্যান তাসকিন আহমেদের উইকেটটি হারালেও জয় ও লিটনের ব্যাটে মূল্যবান বেশ কিছু রান পেয়েছে বাংলাদেশ। ৫ উইকেটে ১৮৩ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে এখনও ১৮৪ রানে পিছিয়ে আছে টাইগাররা।

৪ উইকেটে ৯৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ৩ রান যোগ করেই লিজাড উইলিয়ামসের বলে সাজঘরে ফিরে যান নাইট ওয়াচম্যান তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফলো অনে পড়ার শঙ্কা এরপর অনেকটাই সরিয়ে দেয় জয় ও লিটনের ব্যাট। কিংসমিডের উইকেটে ফাটল দেখা দেয়ায় এবং বাড়তি টার্ন আদায় করতে পারছে বলে দুই প্রান্ত থেকেই স্পিনারদের আক্রমণে নিয়ে আসেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। তবে হার্মার-মহারাজদের দক্ষতার সাথেই সামলে যাচ্ছেন মাহমুদুল হাসান জয় ও লিটন দাস। অন ফিল্ড আম্পায়ার মারাইস ইরাসমাস লিটন দাসের বিপক্ষে একাধিক আউটের সিদ্ধান্ত দিলেও রিভিউ নিয়ে বাঁচেন ডানহাতি এই ইনফর্ম ব্যাটার। প্রথম থেকেই সাবলীল ব্যাট করা লিটন অপরাজিত আছেন ৪১ রান নিয়ে।

তবে ডারবান টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তির নাম মাহমুদুল হাসান জয়। ইস্পাত দৃঢ় ডিফেন্সের সাথে ন্যূনতম জায়গা পেলেই রান সংগ্রহ করছেন হার্মার-মহারাজদের বলে। সেই সাথে, প্রোটিয়া দুই পেসারও জয়ের জন্য তেমন কোনো দুশ্চিন্তার কারণ হয়েছেন বলে দৃষ্টিগোচর হয়নি। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির অপেক্ষায় থাকা মাহমুদুল জয় অপরাজিত আছেন ৮০ রান নিয়ে। ২৩০ বলে এখন পর্যন্ত ৮টি চার ও সিমন হার্মারের বলে দারুণ একটি ওভার বাউন্ডারিই হাঁকিয়েছেন তিনি।

এর আগে, দক্ষিণ আফ্রিকার স্পিন ভেল্কিতে ইনিংসের প্রথম থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। প্রথম ১০ ওভার দেখেশুনেই পার করে দেন দুই ওপেনার। তবে অফস্পিনার হার্মার এরপর একাই ধস নামান। একে একে এই অফস্পিনার তুলে নেন শাদমান, শান্ত, মুমিনুল ও মুশফিকের উইকেট। ফলে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৯৮ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ।

আরও পড়ুন: ডিপিএলে আম্পারিং বিতর্ক এড়াতে ডিআরএস চালু করা উচিত: মোহাম্মদ সালাউদ্দিন

এম ই/

Exit mobile version