Site icon Jamuna Television

‘ইউক্রেনে অত্যাধুনিক জৈব ও রাসায়নিক অস্ত্র তৈরির প্রকল্পে ‍যুক্তরাষ্ট্র সহায়তা করেছিল’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি

ইউক্রেনে অত্যাধুনিক জৈব ও রাসায়নিক অস্ত্র তৈরির প্রকল্পে ‍যুক্তরাষ্ট্র সহায়তা করেছিল বলে স্বীকারোক্তি দিয়েছে হোয়াইট হাউস। খবর রয়টার্সের।

শুক্রবার (১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ স্বীকারোক্তি দেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাকি বলেন, হ্যাঁ, আমরা এ প্রকল্পের জন্য প্রয়োজনীয় উপকরণ ইউক্রেনে পাঠিয়েছিলাম। কারণ, রাশিয়া যে কোনো সময় ইউক্রেনে জৈব বা রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে এমন সম্ভাবনা ছিল। সম্ভাব্য সেই হামলা থেকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতেই দেশটিতে জৈব ও রাসায়নিক অস্ত্র নির্মাণ প্রকল্পের কাজ শুরুর প্রস্তাব ও সহায়তা দেয় হোয়াইট হাউস।

রাশিয়া ইউক্রেনে জৈব বা রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে, এমন কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে ছিল কিনা? সাংবাদিকদের এ প্রশ্নের কোনো উত্তর দেননি জেন সাকি।

তবে গত সপ্তাহে দেশটির প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা জানান, ইউক্রেনে নিকট বা দূর ভবিষ্যতে রাশিয়া  জৈব কিংবা রাসায়নিক অস্ত্র ব্যাবহার করতে পারে, এমন কোনো প্রমাণ তারা এখনও পাননি। তবে, এ ব্যাপারে রাশিয়া বারবার অভিযোগ করা সত্ত্বেও এর আগ পর্যন্ত প্রত্যেকবারই অভিযোগ অস্বীকার করে এসেছে কিয়েভ ও ওয়াশিংটন। তবে এ নিয়ে এই প্রথমবার সরাসরি কোনো স্বীকারোক্তি দিলো হোয়াইট হাউস।

/এসএইচ

Exit mobile version