Site icon Jamuna Television

গাজীপুরে শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা, অভিযুক্ত আটক

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে অপু দেওয়ান নামের এক কারখানা শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ ঘটেছে। অভিযোগের আঙুল আরেক কারখানা শ্রমিক রাজুর দিকে। নিহত অপু দেওয়ান মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার পূর্ব শিয়ানদি এলাকার পলাশ দেওয়ানের ছেলে। এরই মধ্যে অভিযুক্ত রাজুকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ এপ্রিল) সকালে উপজেলার মাধখলা এলাকার আমান গ্রুপের আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলস লিমিটেডে এই ঘটনা ঘটে। কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুক্ত রাজুকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তবে বার বার চেষ্টা করেও কারখানা কতৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। হত্যার কারণ সম্পর্কেও এখনও জানতে পারেনি পুলিশ।

এসজেড/

Exit mobile version