Site icon Jamuna Television

ইউক্রেনে রাশিয়ার পরবর্তী যুদ্ধকৌশল কী, জানালো মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক

ছবি: সংগৃহীত।

তুরস্কের মধ্যস্ততায় ইস্তাম্বুলের বৈঠকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও চেরনিহিভ থেকে হামলা কমানোর ব্যাপারে রাজি হয়েছিল রাশিয়া। এসব অঞ্চল থেকে রাশিয়া সৈন্য সরিয়ে নিচ্ছে বলেও খবর পাওয়া গেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার’ মস্কোর সামরিক কৌশল কী হতে পারে সে সম্পর্কে একটি ব্যাখ্যা দিয়েছে। তারা বলছে, রাশিয়ার নজর এখন পূর্ব ইউক্রেনের দিকে। রুশ বাহিনী মারিউপোল শহরের সাথে সাথে লুহানস্ক ও দোনেৎস্ক দখল করতে চায়। শনিবার (২ এপ্রিল) আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানায়।

আইওডাব্লিউয়ের বিশ্লেষকরা বলেছেন, রাশিয়া আগামীতে মারিউপোলের নিয়ন্ত্রণ নিয়ে নিবে। সংস্থাটি আরও বলেছে, ক্রেমলিন পূর্ব ইউক্রেনে অপারেশনে তাদের শক্তিবৃদ্ধি ঘটাবে কিন্তু এই বাহিনী দ্বারা সফলভাবে বড় আকারের আক্রমণাত্মক অভিযান পরিচালনা করা সম্ভব নয়।

আরও পড়ুন: ‘ইউক্রেনে অত্যাধুনিক জৈব ও রাসায়নিক অস্ত্র তৈরির প্রকল্পে ‍যুক্তরাষ্ট্র সহায়তা করেছিল’

প্রসঙ্গত, গত ২৯ মার্চ তুরস্কের মধ্যস্ততায় ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্য শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যস্ততা করেন স্বয়ং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। শান্তি আলোচনায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশেপাশের অঞ্চলগুলোতে হামলা কমানোর ব্যাপারে রাজি হয়। চেরনিহিভেও হামলা কমানোর ব্যাপারে রাজি হয় রুশ বাহিনী।

জেডআই/

Exit mobile version