Site icon Jamuna Television

আয়ুর্বেদের ৫ টোটকা: মানলেই ধূমপানের আসক্তি কমবে

ফাইল ছবি

অনেকেই আছেন যারা প্রতিদিন সিগারেট ছাড়ার প্রতিজ্ঞা করছেন, তবে সামনে কাউকে ধূমপান করতে দেখলেই সেই প্রতিজ্ঞার তোয়াক্কা না করে পুনরায় শুরু হয়ে যায় ধূমপান। সমস্যার সমাধান করতে পারে আয়ুর্বেদের কয়েকটি টোটকা।

ধূমপান শুরু করা যতটা সহজ, ছাড়া ঠিক ততটাই কঠিন। আপনিও কি সে দলেই? ধূমপান ছাড়তে চেয়েও পারছেন না? ধূমপান ছাড়ার নানা রকম পন্থা নিয়ে অনেকেই পরামর্শ দিয়ে থাকেন। চিকিৎসকরা কিছু ওষুধও দেন এই নেশা ছাড়ানোর জন্য। কিন্তু সমস্যার সমাধান করতে পারে কয়েকটি আয়ুর্বেদিক টোটকাই।

জেনে নিন টোটকাগুলো-

১) তামার পাত্রে পানি: এই অভ্যাস ছাড়তে হলে শরীরে পর্যাপ্ত পানির জোগান দিতে হবে। এ ক্ষেত্রে তামার পাত্রে পানি পান করলে আপনার ধূমপানের ইচ্ছা কমবে। শরীরের দূষিত পদার্থগুলোও বেরিয়ে যায় এই পন্থা মেনে চললে।

২) আদা: আদায় সালফার যৌগ থাকে। নিয়মিত আদা চিবিয়ে খাওয়া অভ্যাস করলে ধূমপানের আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। ছোট ছোট টুকরা করে লেবুর রসে আদা কুচি বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তারপর সামান্য গোলমরিচ ছড়িয়ে একটি কাচের পাত্রে ভরে রাখুন। ধূমপানের ইচ্ছা হলেই এই আদার টুকরাগুলো মুখে রাখুন। উপকার পাবেন।

৩) ত্রিফলা: আয়ুর্বেদ শাস্ত্রে নানা রোগব্যাধি দূর করতে আমলকী, হরিতকী, বহেরার মিশেলে তৈরি ত্রিফলার জুড়ি মেলা ভার। রোজ রাতে এক চা চামচ ত্রিফলার গুঁড়া মেশানো হালকা গরম পানি খেলে শরীরের বিভিন্ন অংশে জমে থাকা তামাক শরীর থেকে বেরিয়ে যাবে। শুধু তাই নয়, এই পন্থা মেনে চললে ধূমপানের আসক্তিও কমে।

৪) তুলসী পাতা: রোজ সকালে খালি পেটে দুই থেকে তিনটি তুলসী পাতা চিবিয়ে খেলেও ধূমপানের ইচ্ছা কমবে।

৫) জোয়ান: ধূমপান করার ইচ্ছা হলে কিছুটা জোয়ান মুখে পুড়ে নিন। আয়ুর্বেদ শাস্ত্রানুযায়ী ধূমপানের আসক্তি কমাতে জোয়ান বেশ উপকারী।

আরও পড়ুন- পুরুষ অভিভাবক ব্যতীত নারীদের হজ পালনের নির্দেশনায় নতুন সংশোধন সৌদি আরবের

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এনবি/

Exit mobile version