Site icon Jamuna Television

চীন হামলা চালালে ভারতকে রক্ষায় এগিয়ে আসবে না রাশিয়া: যুক্তরাষ্ট্র

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক ডেপুটি উপদেষ্টা দলীপ সিং। ছবি: সংগৃহীত।

চীন হামলা চালালে ভারতকে রক্ষায় এগিয়ে আসবে না রাশিয়া। নয়াদিল্লি সফরে এ মন্তব্য করেন মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক ডেপুটি উপদেষ্টা দলীপ সিং। খবর ইন্ডিয়া টুডের।

দলীপ সিং বলেন, রাশিয়ার কাছ থেকে চীন যতটুকু সুবিধা পাবে, ভারতের ক্ষেত্রে ঠিক উল্টোটাই হবে। দাবি করেন, মস্কোর বিরোধিতা না করে ভুল করছে দিল্লি। বিপদে পড়লে রাশিয়ার কাছ থেকে সহায়তা আশা করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

রুশ-ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষে দিল্লির অবস্থান নিয়ে আগেও অসন্তোষ জানিয়েছে ওয়াশিংটন। তবে দলীপ সিংয়ের সফর নিয়ে হোয়াইট হাউজের এক মুখপাত্র জানান, ভারতীয় কর্মকর্তাদের সাথে মার্কিন প্রতিনিধির গঠনমূলক আলোচনা হয়েছে।

আরও পড়ুন: ইউক্রেনে রাশিয়ার পরবর্তী যুদ্ধকৌশল কী, জানালো মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক

এর আগে, রাশিয়া থেকে ভারতের তেল আমদানির বিষয়ে গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় দলীপ সিং বলেছেন, তেল-গ্যাসের বিষয়ে ভারতকে সাহায্য করতে প্রস্তুত ছিল ওয়াশিংটন। যেমনটা সহায়তা করে আসছে সামরিক ক্ষেত্রে। তবে ‘বন্ধুরা রেডলাইন স্থাপন করে না’ উল্লেখ করে দলীপ বলেন, ভারতের বর্তমানে রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আমরা রাশিয়া থেকে ভারতের এই আমদানির দ্রুত বৃদ্ধি দেখতে চাই না।

প্রসঙ্গত, রুশ-ইউক্রেন সংঘাতে কোনো পক্ষেই অবস্থান নেয়নি ভারত। এমনকি জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবেও ভোটদান থেকে বিরত ছিল দেশটি।

জেডআই/

Exit mobile version