Site icon Jamuna Television

প্রথমবারের মতো পরোক্ষভাবে পুতিনকে নিন্দা জানালেন পোপ

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে বিশ্বের নানাপ্রান্ত থেকে ভ্লাদিমির পুতিনের দিকে সমালোচনার ঝড় আসলেও তার সমালোচনা করেননি পোপ ফ্রান্সিস। তবে এবার পরোক্ষভাবে পুতিনের সমালোচনা করলেন খ্রিস্টানদের এই ধর্মগুরু। বলেন, ‘শক্তিশালী’ জাতীয়তাবাদী স্বার্থের জন্য সংঘাতকে উস্কে দেওয়া হচ্ছে। শনিবার (২ এপ্রিল) লাইভ প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা।

ভূমধ্যসাগরীয় দ্বীপ দেশ মাল্টায় সেদেশের কর্মকর্তাদের উদ্দেশে দেয়া এক ভাষণে পোপ বলেন- ইউরোপের পূর্ব থেকে, সূর্যোদয়ের দেশ থেকে, যুদ্ধের অন্ধকার ছায়া এখন ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: ‘আমি আমার কোনো আদেশ নিয়ে আলোচনা করি না’, রাশিয়ায় হামলা প্রসঙ্গে জেলেনস্কি

পোপ আরও বলেন, আবারও কিছু ক্ষমতাবান ও দুঃখজনকভাবে জাতীয়তাবাদী স্বার্থের অনাকাঙ্খিত দাবির জন্য কিছু লোক বিরোধকে উস্কে দিচ্ছে। যেখানে সাধারণ মানুষদের ভবিষ্যত গড়ে তোলার প্রয়োজনীয়তাকে অনুভবই করা হয় না।

আরও পড়ুন: চীন হামলা চালালে ভারতকে রক্ষায় এগিয়ে আসবে না রাশিয়া: যুক্তরাষ্ট্র

জেডআই/

Exit mobile version