Site icon Jamuna Television

প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের সেঞ্চুরি

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন টাইগারদের ওপেনার মাহমুদুল হাসান জয়। ডারবান টেস্টের ৩য় দিনের ২য় সেশনে এই মহার্ঘ্য মাইলফলক স্পর্শ করতে জয় খেলেছেন ২৭০টি ডেলিভারি। জয়ের এই সেঞ্চুরিটিই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটারের সেঞ্চুরি। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেট হারিয়ে ২৪৩ রান। দক্ষিণ আফ্রিকার চেয়ে টাইগাররা এখনও ১২৪ রানে পিছিয়ে।

প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের ইনিংসকে যেন একার কাঁধেই বয়ে নিয়ে যাচ্ছেন ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয়। এই পথে কখনও নাজমুল শান্ত, কখনও লিটন দাস বা ইয়াসির রাব্বি দিয়েছেন ক্ষণিকের সঙ্গ। তবে একপ্রান্তে দুর্দান্ত ডিফেন্সিভ ব্যাটিংয়ের বিজ্ঞাপন হয়ে অবিচল ছিলেন জয়। রানিং বিটুইন দ্য উইকেটের ভুল বোঝাবুঝিতে ইয়াসির আলী রাব্বির গুরুত্বপূর্ণ উইকেটটি হারায় বাংলাদেশ। তবে মেহেদী মিরাজকে নিয়ে নিজের লড়াই এখনও চালিয়ে যাচ্ছেন প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পাওয়া মাহমুদুল হাসান জয়। এর আগে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে দুটি ও লিস্ট এ ক্রিকেটে ১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন জয়। ১০টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১০০ রান করে অপরাজিত আছেন এই ২১ বছর বয়সী তরুণ ব্যাটার।

এর আগে, ৩য় দিনে লাঞ্চ বিরতির ঠিক পরই লিটন দাসের গুরুত্বপূর্ণ উইকেট হারায় বাংলাদেশ। আর এর মাধ্যমেই ভেঙে যায় ৬ষ্ঠ উইকেট জুটিতে জয় ও লিটনের ৮২ রানের পার্টনারশিপ। এরপর ২২ রান করে রান আউট হন ইয়াসির রাব্বি। এরপর মিরাজের সাথে অবিচ্ছিন্ন জুটিতে ২৭ রান যোগ করেছেন জয়।

আরও পড়ুন: আর্জেন্টিনা তুলনামূলক কঠিন গ্রুপে পড়ায় অসন্তষ্ট স্কালোনি

এম ই/

Exit mobile version