Site icon Jamuna Television

৮৮ বছর পর ঐতিহাসিক হায়া সোফিয়ায় তারাবির নামাজ আদায়

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৮৮ বছর পর তারাবির নামাজ আদায় হলো তুরস্কের ঐতিহাসিক হায়া সোফিয়া মসজিদে। শুক্রবার (১ এপ্রিল) রমজান উপলক্ষে মসজিদটিতে তারাবির নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ঐতিহাসিক হায়া সোফিয়া মসজিদে সবশেষ তারাবি হয় ১৯৩৪ সালে। এরপর থেকে এটি মিউজিয়ামে পরিণত হয়। ২০২০ সালে হায়া সোফিয়াকে মসজিদ হিসাবে ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। জুমার নামাজের মধ্যে দিয়ে ঐতিহাসিক স্থাপনা হায়া সোফিয়া আবারও ফিরে পায় মসজিদের মর্যাদা।

ছবি: সংগৃহীত

মূলত, ১৪৫৩ সালে বাইজেনটাইন সাম্রাজ্য থেকে ইস্তাম্বুল দখল করেন সুলতান মুহামেত। সে সময় খ্রিস্টানদের কাছ থেকে ৯১৬ বছরের পুরনো চার্চটি কিনে হায়া সোফিয়াকে মসজিদ বানান তিনি। এরপর স্থাপনাটি ৫০০ বছর ছিল মসজিদ হিসেবেই। ১৯৮৫ সালে হায়া সোফিয়াকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে ইউনেস্কো।

আরও পড়ুন: পুরুষ অভিভাবক ব্যতীত নারীদের হজ পালনের নির্দেশনায় নতুন সংশোধন সৌদি আরবের

এম ই/

Exit mobile version