Site icon Jamuna Television

অভিযান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত র‍্যাব সদস্য

অভিযান শেষে ফেরার পথে হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২ এপ্রিল) রাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পাশে এ ঘটনা ঘটে। নিহত র‍্যাব সদস্য হলেন ল্যান্স করপোরাল মাহমুদুল হাসান। তিনি হবিগঞ্জ ক্যাম্পে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত কনস্টেবল শাখাওয়াত হোসেনকে রাতেই হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে।

র‍্যাব জানায়, শায়েস্তাগঞ্জে একটি অভিযান শেষে মোটরসাইকেলে ক্যাম্পে ফিরছিলেন তারা। পথে পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাহমুদুল হাসান।

/এডব্লিউ

Exit mobile version