Site icon Jamuna Television

কারফিউ প্রত্যাহারের দাবিতে কলম্বোয় বিক্ষোভ

শ্রীলঙ্কায় জারি করা সাপ্তাহিক কারফিউ প্রত্যাহারের দাবিতে রাজধানী কলম্বোয় চলছে বিক্ষোভ। ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও শুক্রবার থেকে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

প্রেসিডেন্ট নির্দেশ দেন, শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত জারি থাকবে সাপ্তাহিক কারফিউ। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এটি বহাল থাকবে। তাতে ক্ষুব্ধ সাধারণ জনতা। অভিযোগ, নির্দিষ্ট সময়ের মধ্যে অনেকেই কিনতে পারবেন না খাবার বা ওষুধের মতো নিত্যপণ্য। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তোলেন বিক্ষোভকারীরা।

গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলের তীব্র সংকটে ভুগছে শ্রীলঙ্কা। যার ফলে, দিনে ১৩ ঘণ্টা রাখা হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। বন্ধ বহু হাসপাতালের কার্যক্রম। সংকট নিরসনে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফের কাছে বেইলআউট বা অর্থছাড় চেয়েছে সরকার। প্রতিবেশী চীন ও ভারতের কাছে চাইলো ঋণ।

/এডব্লিউ

Exit mobile version