Site icon Jamuna Television

ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সমালোচনা ম্যাকরনের

ট্রাম্প প্রশাসনের জাতীয়তাবাদী নীতিমালার নিন্দা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সফররত ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন। মার্কিন কংগ্রেসে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সমালোচনা করেন তিনি।

বলেন, আন্তর্জাতিক মহলে একা পথ চলার যে নীতিমালা নিয়েছে ওয়াশিংটন, তা বৈশ্বিক সমৃদ্ধির প্রতি হুমকি। এসময় আন্তর্জাতিক বাণিজ্য, জলবায়ু চুক্তি, ইরানের পরমাণু কর্মসূচিসহ বিভিন্ন ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের সাথে যুক্তরাষ্ট্রের বিভেদের কথাও তুলে ধরেন ম্যাকরন। বলেন, পশ্চিমা বিশ্বকে উপেক্ষা করে নেয়া মার্কিন নীতিমালা জাতিসংঘ ও ন্যাটো’র মতো আন্তর্জাতিক সংস্থার দায়িত্ব পালনে ব্যর্থ হবে। ফলে নতুন ঝুঁকির মুখে পড়বে পুরো বিশ্ব। ম্যাকরনের এ ভাষণকে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি পরোক্ষ হুঁশিয়ারি বলে আখ্যা দিয়েছে গণমাধ্যম।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version