Site icon Jamuna Television

অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে শিশুসহ ঝিনাইদহে আটক ৫

সীমান্তে আটককৃতরা।

ঝিনাইদহ প্রতিনিধি:

অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে শিশুসহ ঝিনাইদহে ৫ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তারা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে বিজিবি।

রোববার (৩ এপ্রিল) ভোরে মহেশপুর উপজেলার বাশবাড়ীয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া রাধাগঞ্জ গ্রামের দিজেন হালদারের ছেলে মানিক হালদার (৩৪), তার স্ত্রী মুক্তি গাইন (১৮), ডুমুরিয়া থানার বেন্নাবাড়ী গ্রামের মমতা বল্লব (৫০), রকি বল্লব (১৬), ভাঙ্গারহাট পশ্চিম হাজরাবাড়ী গ্রামের চায়না সেন (২০)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কে বা কারা অবৈধভাবে মহেশপুর সীমান্ত অতিক্রম করে ভারতে ঢোকার চেষ্টা করছে। এরপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও আটককৃতদের সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এসজেড/

Exit mobile version