Site icon Jamuna Television

টিসিবির ট্রাকের সামনে বাড়ছে ভিড়, কিনছেন মধ্যবিত্তরাও

টিসিবি ট্রাকের সামনে লম্বা লাইন।

বাজারমূল্যের চেয়ে সুলভে নিত্যপণ্য কিনতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেলে ভিড় বাড়ছেই। সব বয়সী মানুষ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন। প্রথম দিকে সংকোচ থাকলেও এখন অনেক মধ্যবিত্ত পরিবার ট্রাক থেকে ন্যায্যমূল্যে পণ্য কিনছেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে রমজানে ১ কোটি হতদরিদ্র পরিবারের কাছে সাশ্রয়ী দামে পণ্য বিক্রি করছে সরকার। গত ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রথম পর্বে বিক্রি কার্যক্রম চলে সারাদেশে।

সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা দরে, প্রতি কেজি চিনি ৫৫ টাকায় এবং মসুর ডাল ৬৫ টাকায় বিক্রি হয়েছে। প্রতিটি পণ্য দুই কেজি করে বিক্রি হয়েছে। দ্বিতীয় ধাপে, শনিবার (৩ এপ্রিল) থেকে ২০ এপ্রিল পর্যন্ত ৩টি পণ্যের সঙ্গে ৫০ টাকা কেজিতে ২ কেজি ছোলা বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি খেজুর পাওয়া যাচ্ছে ৮০ টাকায়।

এসজেড/

Exit mobile version