Site icon Jamuna Television

ইমরান খানের বিরুদ্ধে তোলা অনাস্থা প্রস্তাব খারিজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোলা অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের স্পিকার। পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের খবর বলছে, অনাস্থা প্রস্তাবটি সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছেন স্পিকার।

দেশটির স্বাধীনতার পর সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণে দেশটির কোনো সরকারই পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেনি। গত ৮ মার্চ পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব উত্থাপন করে বিরোধী দলগুলো। পাকিস্তানের সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব পেশের পরে সাত দিনের মধ্যে ভোটাভুটি বাধ্যতামূলক। সেই সময়সীমা মেনেই আজ রোববার ভোটাভুটির দিন ধার্য হয়েছে। তবে আজ প্রস্তাবটি নাকচ করেন দেশটির জাতীয় পরিষদের স্পিকার।

প্রসঙ্গত, আগে থেকেই অনাস্থা প্রস্তাবকে সরকারবিরোধী ষড়যন্ত্র হিসেবে দাবি করছিলেন ইমরান খান। বৃহস্পতিবার একটি ভাষণে তিনি বলেন, বিদেশি ষড়যন্ত্র বাস্তবায়ন করছে বিরোধী দল। জানান, কোনোভাবেই ক্ষমতা ছাড়বেন না তিনি। শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করে যাওয়ারও অঙ্গীকার করেন তিনি। এমনকি বিদেশি শক্তির কাছ থেকে তিনি হুমকির চিঠি পেয়েছনে বলেও জানিয়েছেন তিনি।

/এডব্লিউ

Exit mobile version