Site icon Jamuna Television

ট্রলির চাপায় স্কুলছাত্র নিহতের প্রতিবাদে ফরিদপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

স্কুলছাত্র নাঈমের মৃত্যুতে শিক্ষার্থীদের মানববন্ধন।

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার গেরদায় মাটিবাহী ট্রলির চাপায় এক স্কুল ছাত্রের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও এলাকাবাসী। নিহত শিক্ষার্থী নাঈম শেখ (১৩) এ এফ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। নিহত নাঈম একই উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের সেকেন্দার শেখের ছোট পুত্র। বাবা সেকেন্দার শেখ পেশায় দিনমজুর।

রোববার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গেরদা বাজারের বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে নাঈমের মৃত্যুতে শোক প্রকাশ করার পাশাপাশি ঘাতক ট্রলির চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে শিক্ষার্থীরা। সেই সাথে নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিও জানানো হয়।

উল্লেখ্য, গত ৩১ মার্চ দুপুরে স্কুল থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার সময় স্কুলের অদূরে দীঘিরপাড় মোড় এলাকায় বেপরোয়া মাটিবাহী ট্রলির চাপায় পৃষ্ট হয়ে নিহত মারা যায় নাঈম। এ সময় স্থানীয়রা ট্রলি ও চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এসজেড/

Exit mobile version