Site icon Jamuna Television

স্বাস্থ্যবিধি মেনে পালিত হবে বর্ষবরণ, মুখোশ নিষিদ্ধ মঙ্গল শোভাযাত্রায়

ছবি: সংগৃহীত

যথাযথ স্বাস্থ্যবিধি ও জনসমাগম সীমিত রেখে এবার বর্ষবরণ পালিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রোববার (৩ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নববর্ষের সকল অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে এবং ৫টার পর কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এছাড়া, এ বছর মঙ্গল শোভাযাত্রা হলেও কোনো ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে চারুকলা অনুষদের মুখোশ প্রদর্শন করতে পারবেন শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিটিতে আরও বলা হয়, টিএসসির সড়কদ্বীপ থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রা স্মৃতি চিরন্তর হয়ে পুনরায় টিএসসিতে গিয়েই শেষ হবে। কোভিড-১৯ ও নির্মাণাধীন মেট্রোরেলের কথা মাথায় রেখে জনসমাগম সীমিত রাখতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এম ই/

Exit mobile version