Site icon Jamuna Television

বিড়ি চাইতেই বাঁশ দিয়ে পিটিয়ে যুবককে হত্যা!

ছবি: প্রতীকী

বিড়ি চাওয়াকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যা শেষ হলো এক যুবকের মৃত্যু দিয়ে। বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয় ওই যুবককে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায়। পুলিশ ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। খবর সংবাদ প্রতিদিনের।

খবরে বলা হয়, হাওড়া থানার অন্তর্গত রামকৃষ্ণপুর ঘাট এলাকায় গঙ্গার ধারে রাতের বেলায় বেশ কিছু যুবক আড্ডা মারে এবং শুয়ে থাকে। শুক্রবার রাত ১২টার দিকে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে রঞ্জিত সিং এবং মুসলি রাওয়ের সঙ্গে রাজু রাও নামে এক যুবকের গণ্ডগোল বাধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাতাহাতি শুরু হয়। ঠিক সেই সময়ই রাগের মাথায় বাঁশ আর ইট দিয়ে রঞ্জিত ও মুসলিকে মারতে থাকেন রাজু। দু’জনই রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ। আহতদের নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানেই রাত ১টার দিকে চিকিৎসকরা মুসলি রাওকে মৃত বলে ঘোষণা করেন। তার বাড়ি বৈষ্ণব মল্লিক লেনে।

পুলিশ জানিয়েছে, বাঁশের আঘাতে মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে মুসলির। আহত অবস্থায় রঞ্জিত সিংহ হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রঞ্জিতের অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই রাজু রাওকে গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version