
বরিশালে চাঁদার টাকা না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আফিয়া খাতুন নগরীর নথুল্লাবাদ এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাসদস্য গিয়াস উদ্দিনের স্ত্রী।
রোববার (৩ এপ্রিল) বরিশাল নগরীরর নথুল্লাবাদের ফিসারি রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার দিন সকালে তাদের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সন্ত্রাসীদের চাঁদার দাবির মুখে কাজ শুরু করা যায়নি।
আফিয়ার স্বজনদের অভিযোগ, রোববার রাতে দীর্ঘদিন ধরে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে স্থানীয় সন্ত্রাসী মনু দলবল নিয়ে গিয়াস উদ্দিনকে মারধর করেন। এ সময় তার স্ত্রী আফিয়া খাতুন স্বামীকে রক্ষায় এগিয়ে গেলে তাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে সন্ত্রাসীরা। ইটের আঘাতে আফিয়া অচেতন হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশের ওসি কমলেশ চন্দ্র হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এছাড়া
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীর আইনানুগ ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন তিনি।
এটিএম/
 
				
				
				
 
				
				
			


Leave a reply