Site icon Jamuna Television

খাদ্যপণ্যের আকাশছোঁয়া দাম, ক্রেতাশূন্য কেনিয়ার বাজার

নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামে টালমাটাল কেনিয়ার বাজার। রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আফ্রিকার দেশটিতে কয়েক গুণ পর্যন্ত বেড়েছে খাদ্যপণ্যের দাম। ফলে রমজানে আলাদা করে দেশটির বাজারে দেখা যায়নি ক্রেতাদের আনাগোনা।

পবিত্র এ মাসটিকে ঘিরে সাধারণত বেচাকেনা জমজমাট থাকে প্রতিবারই। তবে এবার চিত্র ভিন্ন। লাগামহীন মূল্য বৃদ্ধিতে প্রয়োজনীয় পণ্য কিনতেই হিমশিম খাচ্ছে ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, আগের মত জমজমাট ব্যবসা নেই এবার। সবকিছুর দাম এত বেশি যে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। অনেকে আবার রমজান উপলক্ষে ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে দিচ্ছে বলেও অভিযোগ তুলছেন তারা।

মূলত রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে কেনিয়ার বাজারে। কৃষিপণ্য আমদানিতে রাশিয়ার ওপর নির্ভরশীল আফ্রিকা অঞ্চল। যুদ্ধের কারণে আমদানি বাঁধাগ্রস্ত হয়ে দাম বেড়েছে কয়েকগুণ। অবস্থা এমন যে দেশটিতে কেউ কাউকে সাহায্য করার মত অবস্থাতেও নেই।

পরিসংখ্যান বলছে, কেনিয়ার দরিদ্র পরিবারগুলোর মোট আয়ের ৩৬ শতাংশ ব্যয় করতে হচ্ছে খাবার কেনার জন্য। সম্প্রতি হ্যাশট্যাগ লোয়ার ফুড প্রাইস নামে মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছে দেশটির সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

/এডব্লিউ

Exit mobile version