Site icon Jamuna Television

ভারতীয় ফেন্সিডিল বিক্রির প্রস্তুতি, বিজিবির হাতে আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। রোববার (৩ এপ্রিল) ভোরে মহেশপুর উপজেলার সীমান্তের মাটিলা গ্রাম থেকে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের রমজান আলী (৪২) ও একই এলাকার সুরুজ হালসানা (৩০)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপজেলার মাটিরা গ্রামে দুই মাদক কারবারি ভারতীয় ফেনসিডিল বিক্রির প্রস্তুতি নিচ্ছে, এমন খবরের ভিত্তিতে বিজিবির টহল দল ওই গ্রামে অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিলসহ দুইজনকে হাতেনাতে আটক করে।

আটককৃতদের জব্দকৃত মাদকসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানালেন এই বিজিবি কর্মকর্তা।

/এটিএম

Exit mobile version