Site icon Jamuna Television

ইউক্রেনে রুশ বাহিনীর গণহত্যায় ‘গভীর মর্মাহত’ জাতিসংঘ

ইউক্রেনের বুশা শহরে বেসামরিক গণহত্যায় ‘গভীরভাবে মর্মাহত’ জাতিসংঘ। রোববার (৩ এপ্রিল) স্বাধীন তদন্তের ঘোষণা দিলেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল জানান, রাজধানী কিয়েভ এবং আশপাশের অঞ্চল থেকেই উদ্ধার হয়েছে ৪ শতাধিক বেসামরিক মানুষের মরদেহ। রুশ সেনারা সরে যাওয়ার পর স্পষ্ট হচ্ছে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির চিত্র। ম্যাক্সার টেকনোলজির স্যাটেলাইট ইমেজে মিলেছে গণকবরের সন্ধান। বুশা শহরের মূল গির্জার কাছেই ৪৫ ফুট লম্বা গর্ত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এটি খুঁড়লে মিলবে আরও দেহাবশেষ।

এ গণহত্যার জন্য রাশিয়াকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করার দাবি তুলেছে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। সংশ্লিষ্টদের উপযুক্ত শাস্তি দেয়ার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অবশ্য বরাবরের মতোই এ অভিযোগের দায় অস্বীকার করেছে রাশিয়া।

/এডব্লিউ

Exit mobile version