Site icon Jamuna Television

ক্যালিফোর্নিয়ায় বেশকিছু পানশালা লক্ষ্য করে গুলি, নিহত ৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারালেন কমপক্ষে ৬ জন। স্যাকরামেন্টো এলাকার বেশকিছু পানশালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। রোববারের (৩ এপ্রিল) ঐ হামলায় আরও ১২ জন গুরুতর আহত।

রাজ্যের পুলিশ প্রধান জানান, রাত দু‌ইটা নাগাদ নাইটক্লাব খোলা থাকায় রাস্তায় ছিলেন বহু মানুষ। নিহতদের মধ্যে তিনজন পুরুষ আর বাকিরা নারী। আহতদের মধ্যে চারজনের অবস্থা সংকটাপন্ন।

হামলায় একাধিক হামলাকারী জড়িত ছিলেন বলে ধারণা করছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। পুলিশ জানায়, ঘটনাস্থলের কাছেই একটি হ্যান্ডগান মিলেছে। আর চারপাশের সিসিটিভির ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে চলছে হামলার কারণ অনুসন্ধান।

এক মাসের ব্যবধানে মার্কিন শহরটিতে এটি দ্বিতীয় ম্যাস শ্যুটিং।

/এডব্লিউ

Exit mobile version