Site icon Jamuna Television

জালিয়াতির শিকার বলিউড অভিনেতা রাজকুমার রাও

ছবি: সংগৃহীত

বলিউডের হাই প্রোফাইল তারকারাও নিরাপদ নন। তারাও যেকোনো মুহূর্তে জালিয়াতির শিকার হতে পারেন, আরও একবার তা স্পষ্ট হয়ে গেল। কারণ এবার জালিয়াতি হয়েছে বলিউডের তারকা অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে।

জানা গিয়েছে, অভিনেতার প্যান কার্ড নম্বর ব্যবহার করে ঋণ নিয়েছে এক প্রতারক, যে বিষয়ে তিনি বিন্দুমাত্র অবগত নন। জালিয়াতির ঘটনা নিজেই টুইট করে জানিয়েছেন অভিনেতা।

শনিবার টুইট করে তার সঙ্গে হওয়া জালিয়াতির কথা জানান রাজকুমার। ওই টুইটে তিনি লেখেন, আমার অজ্ঞাতে আমার প্যান কার্ডটিকে ব্যবহার করে একটি স্বল্পমূল্যের ঋণ নেয়া হয়েছে। এর ফলে আমার ক্রেডিট স্কোরে প্রভাব পড়বে। CIBIL কর্মকর্তাদের অনুরোধ করছি দয়া করে বিষয়টি সংশোধন করুন এবং এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিন।

প্রসঙ্গত, অল্প দিনেই ভালো অভিনেতা হয়ে উঠেছেন রাজকুমার রাও। ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা কুইন, নিউটন, গ্যাংগস অব ওয়াসেপুর, লুডো, আলিগড়ের মতো ছবিতে নিজেকে প্রমাণ করেছেন।

ইউএইচ/

Exit mobile version