Site icon Jamuna Television

ঘণ্টায় ডায়রিয়া নিয়ে এক হাসপাতালেই ভর্তি হচ্ছে ৭০ জন

সাধারণত প্রতি বছর দেশে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা যায় এপ্রিল মাসে। কিন্তু এ বছর বেশ আগে ভাগেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআর,বি) কর্মরত চিকিৎসকদের। ঘণ্টায় হাসপাতালটিতে ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি হচ্ছেন, চিকিৎসকরা বলছেন, এ হার এখন পর্যন্ত সর্বোচ্চ। রোগীদের মধ্যে রয়েছে শিশু ও বয়স্করাও।

রাজধানীতে ডায়রিয়ার প্রকোপে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আইসিডিডিআর,বিতে ভর্তি হয়েছেন ১ হাজার ১৭১ জন। গতকাল ১ টা থেকে সকাল ১১ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা প্রায় সাড়ে ৫শ।

চিকিৎসকরা বলছেন, যাত্রাবাড়ী, জুরাইন, গোড়ান, দক্ষিণখান ও মিরপুরের আশাপাশ থেকে আসা রোগীই সবচেয়ে বেশি। ভর্তি রোগীর ৩২ ভাগই তীব্র পানিশূন্যতা এবং ৩০ ভাগ কলেরায় আক্রান্ত। শিশুরা রোটা ভাইরাস এবং প্রাপ্তবয়স্কদের বেশিরভাগ ই-কোলাই ও কলেরায় আক্রান্ত। প্রচণ্ড গরমে বাইরের খাবার, শরবত ও অনিরাপদ পানির কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।

/এটিএম

Exit mobile version