Site icon Jamuna Television

রমজানেও যানজটে নাকাল রাজধানীবাসী

ফাইল ছবি।

রমজানেও যানজটে নাকাল রাজধানীর বাসিন্দারা। সোমবার (৪ এপ্রিল) সকাল থেকে গেলো কয়েকদিনের মতো সড়কে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। রোদ-গরমের তাপদাহের মধ্যে জটে কাটছে ঘণ্টার পর ঘণ্টা।

স্বল্প দূরত্বের পথ পেরুতে যাত্রীদের পার হচ্ছে দ্বিগুণ-তিনগুণ সময়। বিপাকে পড়ছেন অফিসগামী ও শিক্ষার্থীরাও। জটে আটকা পড়ায় বাসের জন্য অপেক্ষা করতে করতে ধৈর্যের বাঁধ ভাঙছে কারো কারো। বিরক্তিতে পরিবর্তন করছেন পরিবহন। তবু যেন নিস্তার নেই।

এদিন দুপুরে জটের দৈর্ঘ্য কিছুটা কম হলেও বিকেলে আরো বাড়ার আশঙ্কা পরিবহন সংশ্লিষ্টদের।

/এমএন

Exit mobile version