Site icon Jamuna Television

টাঙ্গাইলে বন্ধুর হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা, এক বছরের কারাদণ্ড

প্রক্সি পরীক্ষা দিতে আসা যুবককে গ্রেফতার।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

বন্ধুর পরিবর্তে পরীক্ষা (প্রক্সি) দিতে গিয়ে টাঙ্গাইল শহরের অক্সফোর্ড কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবেক শিক্ষার্থী মো. রায়হান কবিরকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ওই বন্ধুর পরীক্ষাও পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য বাতিল করার অনুমতি চেয়ে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডে আবেদন করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবলী শবনম এ রায় দেন। ম্যাজিস্ট্রেট বাবলী শবনম জানান, রায়হান কবির তার বন্ধু মো. সায়েমের চতুর্থ সেমিস্টারের ড্রয়িং-২ (ক্যাড) বিষয়ের রেফার্ড পরীক্ষার প্রক্সি দিতে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে যায়। এ সময় শিক্ষকরা তার প্রবেশপত্র ও কাগজপত্র যাচাই করলে রায়হান ভুয়া প্রমাণিত হয়। পরে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ এর ৩ এর খ ধারায় এক বছরের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয় রায়হান কবিরকে।

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ বি.এম. আমিনুল ইসলাম বলেন, প্রক্সি পরীক্ষা দেয়ানোর চেষ্টা করায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সমন্বিত শৃঙ্খলা বিধির ১.১৯ ধারা অনুযায়ী পরীক্ষার্থী মো. সায়েমের পরীক্ষা বাতিল করা হয়েছে। সেই সাথে পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য তার পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি বাতিল করার সুপারিশ করা হয়েছে শিক্ষাবোর্ডে।

Exit mobile version