Site icon Jamuna Television

‘বেহেস্তের লোভে মাথা ঠুকে কপাল কালো করে পুরুষরা, ওটাই তাদের টিপ’

ছবি: সংগৃহীত।

কপালে টিপ পরা নিয়ে একজন শিক্ষিকাকে এক পুলিশ সদস্যের করা কটূক্তি নিয়ে বর্তমানে সরব সোশ্যাল মিডিয়া। এরই মধ্যে অভিযুক্ত পুলিশ সদস্যকে শনাক্ত করেছে পুলিশ। তবে এ নিয়ে অন্যান্যদের মধ্যে মুখ খুলেছেন লেখিকা তসলিমা নাসরিন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে টিপ পরিহিত ছবি পোস্ট দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

নারীবাদী এই লেখিকার ফেসবুক পোস্টটি সরাসরি তুলে ধরা হলো-

টিপ টিপ টিপ। মেয়েরা কত রকমভাবে সাজতে পারে। বেচারা ছেলেদের সাজগোজের বেশি কিছু নেই। নানা রকম অলংকার, শাড়ি, মিনিস্কার্ট, হাইহিল এমনকি টিপটাও পরতে পারে না। মুসলমান পুরুষেরা তো কল্পনার ঈশ্বরের উদ্দেশ্যে কল্পনার বেহেস্তের লোভে মাথা ঠুকতে ঠুকতে কালো দাগ বানিয়ে ফেলেছে কপালে। ওটিই তাদের কালো টিপ।

এই পোস্টের নিচে নিজেদের মন্তব্য জানিয়েছেন অনেকে। কেউ কেউ এই লেখার পক্ষে বললেও, বিপক্ষেও মন্তব্য করেছেন অনেকে। আবার অনেকের মতে, বাঙালি নারীদের টিপ সমর্থনের যোগ্য হলেও এর সাথে ধর্মের লেজুড় অজ্ঞতার পরিচয়।

প্রসঙ্গত, তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ভুক্তভোগী লতা সমাদ্দার সম্প্রতি শেরেবাংলা নগর থানায় করা এক অভিযোগে জানান, পায়ে হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন ‘টিপ পরছোস কেন’ বলে বাজে গালি দেন তাকে। আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করলে একপর্যায়ে সেই ব্যক্তি তার পায়ের ওপর দিয়ে বাইক চালিয়ে চলে যান বলেও অভিযোগ করেন লতা।

এরই মধ্যে অভিযুক্ত কনস্টেবলকে শনাক্ত করেছে পুলিশ। তার নাম নাজমুল তারেক। পুলিশ লাইন থেকে সংযুক্ত হয়ে তিনি ভিআইপি, ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব পালন করতেন।

এসজেড/

Exit mobile version