Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ফাইল ছবি।

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ইয়াসিন আরাফাত (৫) ও পিয়াম (৫) নামে একই বাড়ির দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ওই দুই শিশুর বাড়ি দর উপজেলার চর রহমণী মোহন ইউনিয়নের চর রহমণী গ্রামে। ইয়াসিন চর রহমণী গ্রামের শরীফের ছেলে ও পিয়াম একই গ্রামের কামাল হোসেনের ছেলে। তারা দু’জন সম্পর্কে আত্মীয়।

সোমবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আল-আমিন।

জানা গেছে, দুপুরে দুই শিশু একইসাথে বাড়ির উঠানে খেলার সময় হঠাৎ নিখোঁজ হয়। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির আঙিনায় থাকা পুকুরে ওই দুই শিশুর মরদেহ দেখতে পায় স্বজনরা। সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতাল নিলে ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version