Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত

মুন্সিগঞ্জে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম আরিফ ওরফে বাবা আরিফ নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল মধ্যরাতে সদর উপজেলার চর হায়দ্রাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে আরিফকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধার অভিযানে গেলে সন্ত্রাসীদের সাথে গোলাগুলি হয় পুলিশের। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয় আরিফ। সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আরিফের বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version