Site icon Jamuna Television

আগে ক্যামব্রিজ, পরে অক্সফোর্ড

ক্যামব্রিজের কাছে হেরে গেলো অক্সফোর্ড। সম্প্রতি যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি র‍্যাঙ্কিংয়ে বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় হেরে গেল আরেক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ক্যামব্রিজের কাছে। অবশ্য এবারই প্রথম নয়, বরং এ নিয়ে টানা অষ্টমবারের মতো র‌্যাঙ্কিংয়ে ক্যামব্রিজের পেছনে পড়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

১০টি বিষয়কে বিবেচনা করে ‘দি কমপ্লিট ইউনিভার্সিটি গাইড’ ২০১৯ র‍্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা তৈরি করেছে। এ তালিকায় তৃতীয় স্থান পেয়েছে লন্ডন স্কুল অফ ইকোনোমিকস আর লন্ডন ইম্পেরিয়াল কলেজ রয়েছে চতুর্থ স্থানে।

২০০৭ সাল থেকে প্রতি বছর এ ধরনের র‌্যাঙ্কিং প্রকাশিত হচ্ছে।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version