Site icon Jamuna Television

পাকিস্তানে পার্লামেন্ট বিলোপের সিদ্ধান্ত বৈধ কিনা, সুপ্রিম কোর্টের রায় আজ

পাকিস্তানে পার্লামেন্ট বিলোপের সিদ্ধান্ত বৈধ কিনা, সে বিষয়ে আজ রায় দেবে দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার শুনানির কথা থাকলেও মঙ্গলবার (৫ এপ্রিল) ১২টা পর্যন্ত সেটি মুলতবি করা হয়।

প্রধান বিচারপতি আতা বন্দিয়াল জানান, এ ব্যাপারে যুক্তিসংগত নির্দেশনা দিতেই সময় নেয়া হচ্ছে। পাকিস্তানের সর্বোচ্চ আদালতের চার বিচারপতির বেঞ্চ এ ইস্যুতে দ্বিধাবিভক্ত। দুজন বলছেন, অনাস্থা প্রস্তাবের প্রক্রিয়ায় ত্রুটি ছিল, এছাড়া তারা সাংবিধানিক নীতিমালা লঙ্ঘনেরও অভিযোগ তুলেছেন। তবে অন্য দুজনের অভিমত, প্রস্তাব খারিজ করার এখতিয়ার রয়েছে একমাত্র স্পিকারের, সেখানে সিদ্ধান্ত শুনিয়েছেন ডেপুটি।

এদিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী থাকছেন ইমরান খান। অবশ্য অন্তর্বর্তী প্রধানের নাম চেয়ে দুই দলের কাছেই চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট। শাহবাজ শরিফ সেটি নাকচ করলেও, সাবেক বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেছেন ইমরান খান।

এর আগে, বারবারই পার্লামেন্টের বৈঠকে বিরোধী জোটকে বসার অনুরোধ জানানো হয়েছিল। যা তারা নাকচ করে। তবে প্রধান বিচারপতি জানিয়েছেন, সব দলকেই জবাবদিহিতার আওতায় আনা হবে।

/এডব্লিউ

Exit mobile version